Connect with us

আইন - আদালত

হবিগঞ্জে ২০২৩ সালে ১২ মাসে ৩৫ খুন

Published

on

হবিগঞ্জে ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এক বছরে অন্তত ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রামে আধিপত্য বিস্তার, যৌন লালসা, যৌতুক, পূর্বশত্রুতা, নির্বাচন পরবর্তী বিরোধ ও জমিজমা নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে ৩৫ জন খুন হয়েছেন বলে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদে প্রকাশ পেয়েছে। এর মধ্যে অধিকাংশ আলোচিত ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ, র‌্যাব ও পিআইবি। গত এক বছরে জেলার ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে বৃহত্তম গ্রাম বানিয়াচং উপজেলায়। বিশেষ করে হাওরাঞ্চলের এ উপজেলায় গ্রাম্য দাঙ্গায়ই সবেচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও র‌্যাবের অভিযানে অধিকাংশ খুনের সঙ্গে জড়িত ঘাতকদের  গ্রেপ্তার করা হয়েছে। 

প্রাপ্ত তথ্যমতে, এক বছরে  জেলার বানিয়াচং উপজেলায় ১২টি, চুনারুঘাটে ৫টি, লাখাইয়ে ৩টি, হবিগঞ্জ সদরে ৪টি, বাহুবলে ৩টি, মাধবপুরে ৩টি, আজমিরীগঞ্জে  ২টি, নবীগঞ্জে ২টি ও শায়েস্তাগঞ্জে ১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে। এ ছাড়া গ্রাম্য দাঙ্গা, রাজনীতি, পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধসহ বিভিন্ন কারণে এক বছরে সংঘর্ষে অন্তত ২ হাজারের অধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে বানিয়াচং উপজেলায় ৮০০, সদর উপজেলায় আরও অন্তত ৫ শতাধিক আহত হন। বাহুবলে ১৫০, নবীগঞ্জে ১৬৫, মাধবপুরে ১৪৫, লাখাইয়ে ১৯০, আজমিরীগঞ্জে ১১৫, চুনারুঘাটে ১১০ ও শায়েস্তাগঞ্জে ১২০ জন আহত হয়েছেন। শহরে পরপর ৩টি পুলিশ-বিএনপি’র ঘটনায় ৩ শতাধিক নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ছাড়া গ্রাম্য দাঙ্গায় বেশি আহত হয়েছেন বানিয়াচংয়ে। অন্যান্য উপজেলায় কমবেশি সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। গ্রাম্য দাঙ্গা রোধকল্পে পুলিশ সচেতনতার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেও থামেনি সংঘর্ষ। গ্রাম্য সর্দার প্রথা ও মাতব্বরদের দলাদলির কারণে প্রত্যন্ত অঞ্চলে সহিংসতার ঘটনা বেশি ঘটছে। সব মিলিয়ে গেল বছর অনেকটা আলোচনার মধ্যেই পার করেছেন হবিগঞ্জের জনগণ। 

এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামসুল হক জানান, প্রত্যেকটি সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পরপরই হবিগঞ্জ জেলা পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছে। অনেক লোমহর্ষক ও ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্যও ২৪ ঘণ্টার মধ্যেও উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছে পুলিশ। তবে এ জেলা যেহেতু দুর্গম হাওর, নদী ও পাহাড়বেষ্টিত তাই ইচ্ছে থাকলেও অনেক সময় দ্রুত সময়ের মধ্যে পৌঁছতে পারে না পুলিশ। তবে এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির