Connect with us

জাতীয়

কবে দেশে ফিরবে দীপের মরদেহ?

Published

on

মালয়েশিয়ায় গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দীপ। বুধবার ভোরে সেখানের এক হাসপাতালে মারা যান একুশ বছরের এই তরুণ।

উচ্চ শিক্ষার জন্য গত মাসেই মালয়েশিয়া গিয়েছিলেন সিলেটের গোপালটিলার বাসিন্দা দীপ।

দীপের আকস্মিক মৃত্যুতে সিলেটজুড়েই শোকের ছায়া বইছে। তার স্বজন-বন্ধুদের পাশপাশি সাধারণ মানুষজনও দীপের এমন মৃত্যুতে আফসোস করছেন। পাশপাশি সকলেরই প্রশ্ন কবে দেশে ফিরবে দীপের মরদেহ।

দীপের পরিবার সিলেটের গোপালটিলায় থাকেন। তবে তাদের মূল বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে । তার বাবা দিব্যোজ্যোতি দাস। দুই ভাইয়ের মধ্যে বড় দীপ।

দীপের মৃত্যুর খবরে তার বন্ধু ও স্বজনদের অনেকে বুধবার দিনভর তাদের গোপালটিলার বাসায় ভীড় করেন। তবে দীপের মরদেহ কবে ফিরবে তা নিশ্চিত করে জানাতে পারেননি কেউ। শোকে মূহ্যমান দীপের বাবা-মায়ের সাথেও কথা বলাও সম্ভব হয়নি। তবে দীপের বন্ধুরা জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আসতে ২/৩ দিন সময় লাগবে।

দীপের ঘনিষ্ট ও সিলেটের আরেক কন্টেন্ট ক্রিয়েটর নুরুল আমিন জনি জানিয়েছেন, মালেশিয়ায় কথা বলেছি দীপের পাশের ভাইয়ের সাথে। উনি বলেছেন সকল কাগজ পত্রের কাজ প্রায় শেষ।সব কিছু ঠিক থাকলে আগামী ২দিনের ভিতর আমাদের দীপ দেশে পৌছাবে।

বুধবার রাতে দীপের পরিবারকে স্বান্তনা দিতে তাদের বাসায় যান সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান। তাদের বাসা থেকে বেরিয়ে হাবীবুর রহমান বলেন, লাশ দেশে আনার প্রস্তুতি শুরু করেছে পরিবার। এ ব্যপোরে কোন সহায়তা লাগবে আমরা তা করতে প্রস্তুত আছি।

 আর সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বিকেলে  জানিয়েছেন, মালয়েশিয়ায় দীপের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দ্রুতই তার লাশ দেশে আসবে।

দীপদের প্রতিবেশি গোপালটিলার বাসিন্দা কবি পুলিন রায় বলেন, ইতোমধ্যে মালয়েশিয়াতে দীপের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

দীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দীপ।

দীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

Exit mobile version