সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি, আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে কয়েকশত শিক্ষার্থী শেখ হাসিনা মেডিকেল কলেজের মূলগেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ করেন তারা।বিক্ষোভ চলাকালীন স্লোগানে স্লোগানে কম্পিত করেন।স্লোগান গুলো প্লেকার্ডে ও এই রূপ লেখা হয়,কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক,সাদা এ প্রাণে রক্ত মানিনা মানিনা, মেধা নাকি কোটা-মেধা মেধা,লড়ছে জাতি কাপছে দেশ,এবার হবে কোটার শেষ।
এদিকে শিক্ষার্থীদের ওপর অমানবিক হামলা এবং সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে কঠোর হুশিয়ারি ও দেন।
আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, একটা যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু তাদের দাবি না মেনে উল্টো তাদের ওপর হামলা করা হচ্ছে। পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর অমানবিকভাবে হামলা চালায়।এখন পর্যন্ত সারাদেশে ছয় জন কে হত্যা করা হয়েছে।কোটা সংস্কারের মাধ্যমে মেধাবীদের মূল্যায়ন যথাযথ হবে বলেও দাবি করেন।
শিক্ষার্থীদের ওপর যদি হামলা ও হত্যা বন্ধ করা না হয় তাহলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে।কোটা সংস্কার সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় ছয় জনের মৃত্যু। শিক্ষার্থীদের দাবী অনতিবিলম্ব না করে কোটা সংস্কার ও নিহতদের হত্যার বিচার দ্রুত করা হোক।