হবিগঞ্জের রাজিউড়া ইউনিয়নে ব্যাংক এশিয়ার একটি এজেন্ট আউটলেট বিগত ৭ দিন ধরে হঠাৎ করেই বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
ব্যাংকের নিয়মিত গ্রাহকরা বলছেন, শুধু লেনদেন বন্ধই নয়— ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীকেও পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকটির দায়িত্বে থাকা কর্মকর্তা জুসেদ মিয়া হঠাৎ করেই বিদেশ চলে গেছেন। তিনি ছিলেন এলাকার পরিচিত মুখ। সাধারণ গ্রামবাসীরা তার উপর ভরসা করে অনেকেই নিজের সঞ্চিত টাকা তার কাছে রাখতেন। ব্যাংকিং কার্যক্রমের বাইরেও ব্যক্তিগতভাবে টাকা গ্রহণ করতেন বলেও অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, অনেকেই এখন তাদের সঞ্চিত অর্থ ফেরত পাওয়ার আশা হারিয়ে ফেলেছেন। ইতোমধ্যে জুসেদ মিয়ার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে বলছেন, তিনি বহু মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা গ্রহণ করে গা ঢাকা দিয়েছেন।
জানা গেছে, জুসেদ মিয়ার পিতার নাম কবির মেম্বার, যিনি এলাকায় একজন পরিচিত ব্যক্তি ছিলেন।
ভুক্তভোগীরা দ্রুত তদন্ত করে তাদের আমানতের অর্থ ফেরত ও জুসেদ মিয়ার শাস্তির দাবি জানিয়েছেন।