হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘরসহ ৩গরু পুড়ে চাই।
রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে,স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে, তবে আগুন লাগার কারন জানাযায়নি ও কোনো ধরনের হতাহতের ঘটনাঘটেনি, বিষয়টি স্থানীয় সুত্রে নিশ্চিত হওয়া গেছে।