ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হলেন মুন্না

ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সোলায়মান ইসলাম মুন্না।
গত ১৩ জুলাই বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি।
স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে পা রাখা সোলায়মান ইসলাম মুন্না বরিশাল জিলা স্কুল থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন অমৃত লাল দে কলেজে। নিয়মিত অংশগ্রহণ করতেন ছাত্রলীগের কর্মসূচিতে। কলেজের ১ম বর্ষে অধ্যায়নরত অবস্থায় বরিশাল মহানগর ছাত্রলীগের ১০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সময়ের ব্যবধানে আজ তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সোলায়মান ইসলাম মুন্না এইচএসসি পাশ করে ২০১৩-২০১৪ সেশনে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ট্যুরিজন এন্ড হসপিটালি ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উঠেন। পূর্বের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অশংগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম হন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দপ্তর সম্পাদক। পরে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ব্যবসায় শিক্ষা অনুষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারপর কেন্দ্রীয় ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।
সোলায়মান ইসলাম মুন্না বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থেকে দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃন করতে সারা জীবন কাজ করতে চাই। শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সক্রিয় থাকবো।
What's Your Reaction?






