SEO প্রাকটিস করুন banglamirror.net এ

SEO প্রাকটিস করুন আমাদের ওয়েবসাইটে । এজন্য আপনাকে banglamirror.net ব্লগে রেজিস্ট্রেশন করতে হবে।
এরপর আপনি লিখতে বসে যান, লেখা শেষে সাবমিট করুন এবং এপ্রোভালের জন্য অপেক্ষা করুন। আমাদের এডমিন প্যানেল আপনার লেখাটি চেক করে দেখে এপ্রোভাল দিলেই আমাদের ব্লগ সাইটে আপনার লেখা প্রকাশিত হবে। আপনার লিখিত ব্লগটি নুন্যতম ৭০০ শব্দের হতে হবে। এর চেয়ে বেশি হলেও সমস্যা নেই।
আপনার ব্লগটি রাজনৈতিক প্রতিহিংসামূলক হওয়া যাবেনা। লিখুন এর বাইরে যেমন- ইতিহাস, বর্তমান বিশ্ব, খেলাধুলা কিংবা রম্য রচনা। অথবা আপনি যে বিষয়ে অভিজ্ঞ তাই লিখুন। নির্দিষ্ট কোন গণ্ডি নেই। আপনার লেখা ব্লগটি ইতিপূর্বে অন্যকোন অনলাইন প্লাটফর্মে প্রকাশিত হওয়া যাবে না।
আপনার লেখা অনলাইনে অন্য কোন প্লাটফর্মে প্রকাশিত হয়েছে কিনা তা খুব সহজেই বের করা যায়, তাই মৌলিক লেখা দিন। কোন ছবি ব্যবহার করতে চাইলে তা এমন কোন সাইট থেকে নেয়া যাবেনা যেটা কপিরাইট করা।
নিজস্ব ছবি থাকলে দিবেন না হলে দিবেন না। আপনি লিখা জমা দেবার পর প্রয়োজনীয় লিংক যোগ করা কিংবা সামান্য এডিটিং আমরা করতে পারি, এতে আপনার অনুমতি নেবার প্রয়োজন নেই বা আপনি অনুমতি দিয়েছেন বলে ধরে নেয়া হবে।।
What's Your Reaction?






