নান্দনিক সৌন্দর্যের চিকিৎসায় ভরসার নাম ডা. মায়ামী
উচ্চমাধ্যমিক পাস করার পরে সিদ্ধান্ত নেন ডাক্তারই হবেন। হলেন ডাক্তার। তবে ত্বক বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্ট। সুস্থ ত্বক এবং সৌন্দর্যের আধুনিক চিকিৎসার স্পর্শ দিতে চান প্রতিটি সাধারণ নাগরিককে। তাই মানবতার আদর্শ মাদার তেরেসার সেবার জীবনাদর্শ নিয়েই মানুষের সেবা করছেন ডা. মায়ামী ।
ডা. মায়ামী পড়াশোনা করেছেন বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ফেসিয়াল এস্থেটিক বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে।
বর্তমানে রাজধানীর বনানীতে অবস্থিত Sedona Aesthetic এ নিয়মিত রোগী দেখেন ডা. মায়ামী। এখানে যেসব সেবা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে বোটক্স, ফিলার, বডি শেপিং, লেজার হেয়ার রিমুভাল, হাইড্রা ফেসিয়াল, ত্বক উজ্জ্বলকরণ, চুল গজানো, চুল পরা সমস্যা সমাধান, পেটের মেদ সহ শরীরের অন্যান্য অংশের মেদ কমানো, ব্রন ও মেছতার দাগ দূরীকরণ ও পুরুষ ও মহিলা বিভিন্ন যৌন সমস্যা সমাধান ইত্যাদি।
ডাক্তারি পেশার পাশাপাশি তিনি মডেলিং ও উপস্থাপনয় বেশ সুনাম কুড়িয়েছেন ডা. মায়ামী।
এছাড়াও দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক পত্রিকা, স্বনামধন্য ম্যাগাজিনে নিয়মিত স্বাস্থ্য সচেতনতা বিষয়ে লিখে ও স্বাস্থ্য বিষয়ক টক শোতে অংশগ্রহণ করে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তাঁর বাচনভঙ্গি ও লেখনি শক্তি দিয়ে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছেন সকল শ্রেণীর, প্রজন্মের পাঠক এবং দর্শকদের।
What's Your Reaction?






