Connect with us

জাতীয়

বানিয়াচংয়ে এখনো ধরাছোঁয়ার বাহিরে আওয়ামীলীগে ক্যাডার এয়াওর মিয়া

Published

on

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে নির্দেশে দিয়েছিলেন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঠে নেমে আন্দোলন প্রতিহত করতে । সেই প্রেক্ষাপটে ৪ আগস্ট পুলিশের পাশাপাশি আন্দোলনকারীদের দমনে রাজপথে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মাঠে নামে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আওয়ামীলীগ সহ ক্ষমতাসীনদের বিভিন্ন সংগঠনের ক্যাডাররা। এই ঘটনায় বানিয়াচুংয়ো ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে ৯ জন ছাত্র সহ শিশু  নিহত সহ কয়েক শতকের উপরে আহত হয়েছে গুরুতর।

বানিয়াচুংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন বড়ইউড়ি ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের  সিনিয়র সহ সভাপতি এয়াওর মিয়া এর  নেতৃত্বে বানিয়াচংয়ের  একাধিক এলাকায় ছাত্রলীগ  ও যুবলীগ ক্যাডার বাহিনী ছাত্রদের উপর নির্মমভাবে আক্রমণ করে। এখনো ধরাছোঁয়ার বাহিরে আওয়ামীলীগের সাবেক  ক্যাডার  নাইন মাডার মামলার এজহার ভুক্ত আসামি এয়াওর মিয়া  । বিভিন্ন তথ্য মতে জানা যায়, এয়াওর মিয়া  একক ছত্রছায়া অবলম্বন করে  বানিয়াচং উপজেলায়  কেন্দ্র করে  সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। এয়াওর মিয়া   নেতৃত্বে  হবিগঞ্জ সহ বানিয়াচংয়ে চাঁদাবাজি,টেন্ডার বাজি, জমি দখল, ফ্লাট দখল, মাদক ব্যবসা সিন্ডিকেট নিয়ন্ত্রণ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের   সাবেক  নেতা ও সাবেক উপজেলা চেয়াম্যান আবুল কাসেম চৌধুরীর  ও সাবেক উপজলো আওয়ামীলীগের সভাপতি আমীর হুসেন মাষ্টার এর বিশ্বস্ত সহযোগী হওয়ার অতিরিক্ত বল প্রয়োগ করে অপকর্ম করেছে এয়াওর মিয়া   ।

একাধিক সূত্রে জানা যায় আওয়ামীলীগ নেতা এবং সাবেক এমপি  আব্দুল মজিদের নেতৃত্বে ও  সাবেক এমপি  ময়েজ উদ্দিন রুহেল এর নেতৃত্বে  বানিয়াচংয়ে  একাধিক আন্দোলনে অস্ত্রসহ ছাত্রদের উপর হামলা করেছে। ছাত্র অভ্যুত্থানের স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও সারা বাংলাদেশে ছাত্রদের উপর হামলাকারী অনেক ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার হলেও এখনো ধরাছোঁয়ার বাহিরে এবং প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন  সাবেক আওয়ামীলীগ নেতা এয়াওর মিয়া । এ নিয়ে ছাত্রজনতা অনেক খুব প্রকাশ করছে। একাধিক ব্যক্তি বলেন এয়াওর মিয়া  প্রকাশ্যে অস্ত্র সদসহ নিয়ে ছাত্রদের উপর হামলা এবং গুলি বর্ষণ করেছে কিন্তু কিভাবে সে প্রকাশ্যে অলৌকিক ক্ষমতা বলে এখনো ঘুরে বেড়াচ্ছে দিব্যি এই নিয়ে যেন কৌতূহলের শেষ নেই ছাত্র-জনতার।

তার ইউনিয়নে বসে মাদক বিক্রি সহ বিভিন্ন অভিযোগ  রয়েছে এয়াওর মিয়া  বিরুদ্ধে  উপজেলায় টেন্ডার বাণিজ্য সহ আরো একাধিক অভিযোগ রয়েছে।

সূত্র মতে আন্দোলন ঠেকাতে  ৫ ই আগস্টের আগে বানিয়াচংয়ের বিভিন্ন   এলাকায় এলাকায় আগ্নেয়াস্ত্র লাঠি হাতে জড়ো হন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ শত শত ক্যাডার এবং তারা মেয়েদের দের উপর নির্মমভাবে আক্রমণ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আমরা সবাই অবগত আছি, সেদিন এয়াওর মিয়ার  নেতৃত্বেও যুবলীগ ছাত্রলীগের ক্যাডারবাহিনী বানিয়াচং শহীদ মিনার এলাকায় যায় এবং মেয়েদের উপর আক্রমণ করে। বিভিন্ন তথ্য মতে অনেকেই বলেন এয়াওর মিয়া নেতৃত্বে এবং ছাত্র জনতার  উপর আক্রমণ করে।

বানিয়াচংয়ে ৪ ই আগস্ট অত্যাধুনিক সব ধরনের অস্ত্রের মহড়া দেখা গেছে। নিরীহ ছাত্র-জনতার ওপর গুলিসহ মারপিটও করে ক্ষমতাসীন দলের ক্যাডাররা। ছাত্র-জনতার আন্দোলনে দেখা গেছে অস্ত্রের ঝনঝনানি। সেই সঙ্গে ক্যাডাররা বন্দুক, রিভলবার, পিস্তলসহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও রাম দা, হকিস্টিক, রডসহ বিভিন্ন ধরনের ধারালো দেশীয় অস্ত্র হাতে হামলা চালায় ছাত্র-জনতার ওপর।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে বারবার বিদেশি সটগান লাঠিসুটা রামদা নিয়ে বানিয়াচুংয়ে থানা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলা করে এয়াওর মিয়া  সহ আওয়ামীলীগের বাহিনী। ।

আরো জানা যায় – বিএনপির  উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি  আব্দুল হাদি নিজ গ্রাম কদুপুর হওয়ায় থাকে মেনেজ করে চলছে আওয়ামী নেতা পলাতক আসামি এয়াওর মিয়া। 

বৈষম্যে বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার একাধিক ছাত্র বলেন আমরা যখন বানিয়াচং  কলেজ থেকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তৈরি হয়েছিলাম তখন এয়াওর মিয়ার  নেতৃত্বে ছাত্রলীগ ক্যাডার বাইরে আমাদেরকে বিভিন্নভাবে বাধা গ্রস্ত করে এবং আমাদের বিভিন্ন ভয়-ভীতি দেখা।এমনকি আমাদের অনেক সহকর্মীদের নিয়ে আটকে রাখে কলেজের বিভিন্ন রুমে। এবং বিভিন্ন নির্যাতন করে এই আওয়ামীলীগ ক্যাডার এয়াওর মিয়া  ।

নিষিদ্ধ সংগঠন  সাবেক  আওয়ামীলীগের এই ক্যাডার এয়াওর মিয়া  এতসব অপকর্মের পরেও কিভাবে এখনো ধরাছোঁয়ার বাহিরে এবং প্রকাশ্যে ঘোরাফেরা করে এ বিষয়ে বানিয়াচং  থানার অফিসার  ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনের সময় যারা অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে ও ছাত্র-জনতার উপর গুলি করেছে এবং দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে এসব অস্ত্রধারী অপরাধীদের ধরতে অভিযান চলছে

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির