১৬ তারিখ ওভারট্রাম্প নিয়ে আসছেন মাহি

আগামী ১৬ মার্চ মুক্তি পাচ্ছে বাশার জর্জিস পরিচালিত সিরিজ ‘ওভারট্রাম্প’।
এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, এফ এস নাঈম, আশনা হাবিব ভাবনা, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসানসহ অনেকেই।
সিরিজটিতে একদন নতুন লুকে, নতুনভাবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ওটিটিতে নিজের প্রথম কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত সামিরা খান মাহি।
প্রিয় সব অভিনয়শিল্পীদের সাথে স্ক্রিন শেয়ার করতে পারাটাও তার জন্য বেশ আনন্দের ছিল। তিনি বলেন, আমার জন্য এই সিরিজে কাজ করাটা একদম নতুন অভিজ্ঞতা ছিল। সেই সঙ্গে দুর্দান্ত সব সহশিল্পীরা আমার কাজটি আরো সহজ করে দিয়েছিলেন। এখন কাজটা দেখে দর্শক পছন্দ করলে তবেই সেটা আমার ভবিষ্যৎ কাজের জন্য অনুপ্রেরণা হবে।
সাধারণ ব্যাবসায়ী মিরাজকে অপহরণ করে ভীষণ দুর্বিপাকে পড়ে ফটকা সেলিম। একে একে ঘোট পাকিয়ে যায় সব কিছুতেই। ধোঁকা দেয়াই যখন খেলা, তখন এই খেলায় কে জেতে কে হারে বলা কঠিন। ৬ পর্বের সিরিজ ‘ওভারট্রাম্প'-এর গল্পটা এমনই।
What's Your Reaction?






