উর্মি-সবুজের নেতৃত্বে " হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ছাত্র কল্যান সমিতি"

Feb 23, 2024 - 21:07
Feb 24, 2024 - 00:54
 0  89
উর্মি-সবুজের নেতৃত্বে " হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ছাত্র কল্যান সমিতি"

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ছাত্র কল্যান সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৪ গঠিত হয়েছে।


আজ ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা রত্না; সদ্য বিদায়ী সভাপতি অরুন রায় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 


নতুন কমিটির সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উর্মি আদনান টুই বলেন,"দায়িত্ব পাওয়া সহজ হলেও সফলতার সাথে দায়িত্ব শেষ করাটা কঠিন, আমি চাইব আমার জেলা থেকে আসা প্রতিটা শিক্ষার্থী যেন ৫০০ কিলোমিটার দূরের এই বিদ্যাপিঠে একতাবদ্ধ থাকতে পারে এর জন্য আমি কাজ করে যাব এবং পেশাগত জীবনের জন্য প্র‍য়োজনীয় দক্ষতা যেন নবীনের অর্জন করতে পারে সেই লক্ষ্যে দক্ষতা উন্নয়ন কর্মসূচি করার চেষ্টা চালিয়ে যাব "

সাধারণ সম্পাদক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সামিউল আলম সবুজ বলেন,"দায়িত্ব পেয়ে চাওয়া একটাই হিমালয়ের কোলঘেষা পঞ্চগড় থেকে আগত প্রতিটি শিক্ষার্থী যেন গোপালগঞ্জ এ নিজেকে একা না ভাবে একে অপরের পাশে থেকে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে সে লক্ষ্যেই দায়িত্ব পালন করা"


এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোছা: রোজিনা খাতুন ; গোদাগাড়ী উপজেলার ইউ.এন.ও. আতিকুল ইসলাম ; গোপালগঞ্জ সদরের সাবেক সহকারী কমিশনার(ভূমি) মো: মনোয়ার হোসেন ও এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড(গোপালগঞ্জ) এর প্রোডাকশন ম্যানেজার মো: শহীদুল ইসলাম ; ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আহনাফ আবিদ, রবিউল ইসলাম, জামিনুর ইসলাম, মোমিন খান এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী আলিফ আসলাম, দেলোয়ার হোসেন অভি, পারভেজ মোশাররফ ও সুমাইয়া স্নিগ্ধা।
 

এদিকে সহ-সভাপতি হিসেবে আছেন ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফারুক খন্দকার, তামিম মোহাম্মদ আকরামা, মো শফিউল্লাহ, রানা রায়, লিমন রায়, মো: সাহেব উদ্দিন ও নিপুণ রয়।  
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ন সাধারণ সম্পাদক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: নুরজামাল ; রিজভী সামিউল ; মোশাররফ হোসেন ও আফসানা মিমি আরজু ; সাংগঠনিক সম্পাদক পদে আছেন মো: সামিম হোসেন ও স্মৃতি আক্তার ;
অর্থ-সম্পাদক পদে আছেন হাবিবুর রহমান উৎস ; সহ-অর্থ সম্পাদক: খোরশেদ আলম ; দপ্তর সম্পাদক: সাজেদুর রহমান সাজু; উপ-দপ্তর সম্পাদক: বিপ্লব চন্দ্র শীল ; প্রচার সম্পাদক: হাসানুজ্জামান সবুজ; উপ-প্রচার সম্পাদক: রহিম বিশ্বাস রিজভী; ছাত্রী বিষয়ক সম্পাদক: শ্রাবণী আক্তার ও নাফিসা তাবাসসুম; ক্রিড়া বিষয়ক সম্পাদক: মোস্তাফিজুর রহমান মানিক ; উপ-ক্রিড়া বিষয়ক সম্পাদক: ডালিম কুমার ; সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আনন্দ মোহন ; সদস্য পদে আছেন: অরুণ রায়, তাসনিয়া তাবাসসুম ও মুহাম্মদ সাকিব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow